বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সাইনবোর্ড নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ল্যান্ড ক্রুজার উল্টে গেলে গাড়ীর চালক নিহত হয় এবং পাঁচজন যাত্রী আহত হয়েছে।
শনিবার ( ৩০ জানুয়ারী) রাত এগারটার সময় বান্দরবান জেলা সদর থেকে রোয়াংছড়ি যাবার পথে বান্দরবান রোয়াংছড়ি সাইনবোর্ড নামক স্থানে এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রুবেল বড়ুয়া( নয়ন) ৩০, তিনি বান্দরবান সদর ৫নং ওয়ার্ড মধ্যম পাড়ার অজিত বড়ুয়ার ছেলে। আহত ৫ জনের নাম এখনো জানা যায়নি ।
সূত্রে জানাযায়, ৬ জন যাত্রী নিয়ে বান্দরবান থেকে রোয়াংছড়ি যাবার পথে বান্দরবান রোয়াংছড়ি সাইনবোর্ড নামক পৌছালে ল্যান্ড ক্রুজার জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং গাড়ীতে মোট ছয় জন যাত্রীর পাঁচ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে।
বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক এস,এম,আমিনুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।