সাতকানিয়া সরকারী কলেজ ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন করেন ড.আবু রেজা নদভী এমপি।

সৈয়দ আককাস উদদীন

রবিবার সকাল ১০ টায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বক্তব্যে বলেন, ‘কলেজটির শিক্ষার পরিবেশ খুবই ভাল। কলেজটিকে সুন্দর নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানে রুপ দিতে চেষ্টা করছি। আগামী তিন বছরের মধ্যে সকলের সহযোগিতায় কলেজের চেহারা পাল্টে যাবে। তিনি আরো বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে সোনার মানুষ লাগে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সোনার মানুষ তৈরি করতে হবে। বাংলাদেশ পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’
অত্র অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সাতকানিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণচন্দ্র দত্ত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আমানউল্লাহ,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম,যুগ্ম – সম্পাদক ফয়েজ আহমদ লিটন,সাতকানিয়া কলেজ এর সাবেক সভাপতি আবু ছালেক, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদদীন,সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিছুর রহমান সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, স্থানীয় সাংসদ সহকারী একান্ত সচিব এস এম সাহাদাৎ হোসেন,দেলোয়ার হোসেন বেলাল,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাতকানিয়া পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ,যুগ্ম আহবায়ক মোহাম্মদ এমরান, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ ফারুক ইমু অনুষ্ঠান সঞ্চানালন করেন সহযোগী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.