ইকবাল হোসেন:
সাতকানিয়া পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনোনীত হওয়ায় এবার নিজ এলাকা সাতকানিয়ায় সংবর্ধনা পেয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের উদ্যোগে কেরানীহাট হক টাওয়ারের সামনে আয়োজিত গণসংবর্ধনা সভায় ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওচমান আলীর সংঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্ব নেতাদের মধ্যে মডেল রাষ্ট্র প্রধান হিসেবে পরিচিতি পেয়েছে।
দেশব্যাপী সৎ, যোগ্য ও পরিছন্ন জনপ্রিয় রাজনীতিবীদদের দলীয় গুরুত্বপূর্ণ পদে এনে দেশের উন্নয়ন তরান্বিত করে যাচ্ছে। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি জামায়াত নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত।
উন্নয়ন যাত্রা ধরে রাখার জন্য বাংলাদেশে বার বার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। গণসংবর্ধনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।