নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল (১৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হল, জনার কেওঁচিয়া এলাকার রিজুয়ানুর রহমান প্র: রিদুয়ান, রোজমর পাড়া এলাকার মো. পারভেজ, সাতকানিয়া সদরের বায়তুশ শরফ এলাকার মো. রেজাউল করিম, খাগরিয়া এলাকার মো. হাবিব, গোয়াজর পাড়া এলাকার জাহাঙ্গীর আলম।
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা প্রত্যেকে দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামি কে চট্টগ্রামের আদালদে সোর্পদ করা হয়েছে।