কক্সবাজার (প্রতিনিধি):
কক্সবাজারের উখিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০’তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের কর্মসূচীর অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপির উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সোমবার (২১ জুন) সকাল ১০ টার সময় আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী’সহ উপজেলা যুবদল , ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।