ফরিদপুরে ৪০ মণের পাকিস্তানি ষাঁড় বিক্রি হবে ২৫ লাখ!

রাজবাড়ী প্রতিনিধি

কোরবানির ঈদ উপলক্ষে বিশাল আকৃতির একটি পাকিস্তানি শাহীওয়াল ষাঁড় বিক্রি ২৫ লাখ টাকায়। কালো রঙের গরুটির ওজন ৪০ মণ।বিশালাকৃতির ষাঁড় গরুর আদর করে নাম দেয়া হয়েছে রবি । বিশালাকৃতির রবির এর বয়স ৪ বছর।

প্রতিদিন ওর খাবার লাগে প্রায় এক হাজার টাকার। বিশালদেহী ষাঁড় গরু রবি খুবই শান্ত স্বভাবের। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের লিয়াকত শেকের ফার্মের এই গরুটিই হয়তো এবার ঈদের সবচেয়ে বেশি দামের গরু।

জানা গেছে, গরুটির প্রতিদিন চালের কুড়া, ভূষি, ভুট্টা ভাঙা ও ছোলাসহ ৩০ কেজি দানাদার খাবার প্রয়োজন হয়। এর পাশাপাশি আরো ৩০ কেজি কাঁচা ঘাস প্রয়োজন হয়। সব মিলিয়ে ৬০ কেজি খাবার লাগে।খামারটিতে বিশাল আকারের আরও বেশ কয়েকটি গরু আছে। সেগুলোও ঈদে বিক্রি করা হবে। পাঁচ-ছয় জন মানুষ গরুগুলোর পরিচর্যায় ব্যস্ত। এ খামারের আরো একটি বড় গরুর নাম বুলেট।

পবিত্র কোরবানির ঈদে আপনার পছন্দের গরু ক্রয় করতে চাইলে আজই যোগাযোগ করুন এই খামারির সাথে – ০১৭৯০ ৯২৯৮ ৩৪

মন্তব্য করুন

Your email address will not be published.