বোয়ালখালীতে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত খোকন গ্রেপ্তার

 

বোয়ালখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি দেশিয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ ডাকাত মো. শহীদুল ইসলাম খোকনকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ ১০ জুলাই, শনিবার ভোরে উপজেলার সারোয়াতলী পিসি সেন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খোকন উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ার সোনামিয়ার বাড়ীর নুরুল আলম মিস্ত্রীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, দুর্ধর্ষ ডাকাত খোকনের বিরুদ্ধে ফেনী জেলার সোনাগাজী থানায় ২টি, ছাগলনাইয়া থানায় ১টি, পরশুরাম থানায় ১টি ও চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও ডাকাতি মামলা থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে।

খোকনের কাছে অবৈধ অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।

এদিকে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান বলেন, দুর্ধর্ষ ডাকাত খোকন অস্ত্রসহ এলাকায় অবস্থান করার খবরে অভিযান পরিচালনা করা হয়। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো।

মন্তব্য করুন

Your email address will not be published.