সাধারণ মানুষের হৃদয়ে আওয়ামী লীগের ঠিকানা গড়তে কাজ করুন

 

মো. ইকবাল হোসেন

তিনি বলেন, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার প্রাচীণ ও গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মহান মক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ। বৃহত্তর জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পতাকা তলে আনার জন্য কাজ করতে হবে। ক্ষমতার দাম্বিকতা নয়, নির্লোভ হয়ে, জনগনের মন জয় করার মাধ্যমে শেখ হাসিনা সরকারের সাফল্য সমূহ জনগনের মাঝে পৌছে দিন। তিনি সাধারণ মানুষের হৃদয়ে আওয়ামী লীগের ঠিকানা গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। আজ ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীগের সভাপতি ও বোয়ালখালী আসনের সাংসদ মোসলেম উদ্দিন।

তিনি আরও বলেন, গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও ঝুঁকিমুক্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শে পরিকল্পিত ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, তথ্য ও চিকিৎসা সেবা আজ সাধারণ মানুষের দোরগোড়ায়। গ্রামের মানুষ তার সুফল পাওয়ায় রাজনৈতিক ও সামাজিক ভাবে অনেক সচেতন ও সক্ষমতা অর্জণ করেছে। বিশ্ব আজ অবাক দৃষ্টিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও শেখ হাসিনার ক্যারিসমাটিক নেতৃত্বকে বাহবা দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুকে যারা ভালবাসেন তাদের জন্যই এই অফিস। তৃণমূলে যত নেতা-কর্মী আছেন যাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মনে প্রাণে বিশ্বাস করেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যারা নিজেকে নিবেদিত করেন তাঁদের জন্যই এই অফিস। তিনি বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলেই দেশে উন্নয়ন হয় এবং হচ্ছে। দেশের জনগণ সেই উন্নয়নের সুফল ভোগ করছে।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, কার্যকরি সদস্য আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ড. সাহাদাত হোসেন লুলু, রাশেদুর রহমান, মোহাম্মদ জোবায়ের, মাস্টার ফরিদুল আলম, আহমদ সাইফুদ্দিন সিদ্দিক, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, মৃদুল কান্তি দাশ, হাজী দেলোয়ার হোসেন, সাইফুদ্দিন শাহী, জসিম উদ্দিন, এম হোসেন কবির, জাফর আলম, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, মামুন চৌধুরী, নাসির উদ্দিন মিন্টু, এ কে এম আসাদ, সাইফুল আলম সোহেল, সোহরাব হোসেন শুভ, তোফাজ্জল হোসেন চৌধুরী, ইমতিয়ার ফারুখ ইমু, সাখাওয়াত প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.