টেকনাফে ভয়ংকর মাদক আইসসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে ক্রিস্টাল মেথ (আইস) সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান শুক্রবার (১৬ জুলাই) বিকাল ৫ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হল- টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা কবির হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৫) এবং একই ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা শফিক আহাম্মদের ছেলে মোহাম্মদ জাকারিয়া (২৫)।

পুলিশ সুপার তারিকুল বলেন, শুক্রবার বিকেলে টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পে কতিপয় লোকজন মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে আটকদের হেফাজতে থাকা একটি পোটলায় ৩০ গ্রাম ওজনের নতুন ধরনের মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য করুন

Your email address will not be published.