বিধিনিষেধ আরও বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলামান বিধিনিষেধ আগামী ৫ আগস্ট শেষ হবে। তবে এ বিধিনিষেধ আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম।

খুরশীদ আলম বলেন, ‘বিধিনিষেধ বর্ধিত করার কথা বলেছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।’ বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জাতীয় পরামর্শক কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বা আলোচনা করেনি বলেও জানা গেছে।

এর আগে, ঈদ পরবর্তী সংক্রমণ সামাল দিতে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

করোনার সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.