গ্রামে বাড়ছে মৃতের সংখ্যা, একদিনেই চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯২৭

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১১ জন। আক্রান্ত হয়েছে ৯২৭ জন। এর মধ্যে নগরে ৫৩২ জন এবং উপজেলা এলাকায় ৩৯৫ জন আক্রান্ত হয়েছেন। রোববার (১ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৯৩টি। ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়। ওই উপজেলায় ১০৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম সংবাদকে বলেন, ‘গ্রামে করোনার প্রকোপ বেড়েছে। গ্রামে মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। কয়েকদিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি।’ এক্সওয়াইজেড

মন্তব্য করুন

Your email address will not be published.