দীঘিনালায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

দীঘিনালা প্রতিনিধি:

মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগ খাগড়াছড়ি দীঘিনালা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলায় ৫টি ইউনিয়নের বিট পুলিশের অধিনে হাট বাজার, সপিং মল, বাস স্টেশন, ইজিবাইক চালক, মোটর সাইকেল চালক ও আরোহী, স্থানীয় লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন দীঘিনালা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব।

মাস্ক বিতরণকালে অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, করোভাইরাসে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য জনগণের মাঝে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ পুলিশের পক্ষথেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও ঘরে বাহিরে বাহির হইলে অবশ্যই মাস্ক ব্যবহারের জন্য নির্দেশ করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.