আবারও ট্রলের শিকার কঙ্গনা

বিনোদন ডেস্ক :  বরাবরই নিজ মত দিয়ে বিতর্কের সৃষ্টি করতে পারদর্শী কঙ্গনা রনৌতের টুইট নিয়ে আবারও মেতেছে সবাই। এবার তিনি ভারতের জনসংখ্যা সীমাবদ্ধ করতে ‘কঠোর আইন’ করার দাবি তুলেছেন।

তবে বিষয়টি তিনি এমনভাবে উপস্থাপন করেছেন সেখানে শুধু বিতর্কই নয়, হয়েছেন ট্রলের শিকারও।

দাবি জানিয়েছেন, অতিরিক্ত সন্তান নিলে যেন তাদের জরিমানা ও কারাদ- দেওয়া হয়। কঙ্গনা টুইটারে লেখেন, ‘ভোটের রাজনীতি সরিয়ে রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের কঠোর আইন দরকার। এটা ঠিক, জন্মনিয়ন্ত্রণে ইন্দিরা গান্ধী পদক্ষেপ নেওয়ায় তিনি নির্বাচনে হেরেছিলেন এবং পরবর্তী সময় তিনি মারাও যান। তারপরও আজ সংকটের দিকে তাকিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয় সন্তান যারা নেবেন তাদের জরিমানা বা কারাদ- দেওয়া উচিত।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ চর্চাও হচ্ছে। কৌতুক অভিনেত্রী সলোনি গৌর কঙ্গনার বায়োর একটি স্কিনশট প্রকাশ করে তাকে মনে করিয়ে দিয়েছেন, অভিনেত্রীরাই তিন ভাইবোন। তার বড় বোন রাঙ্গালি চান্দেল এবং ছোট ভাই অক্ষত রনৌত। এদিকে, এমন সপাট জবাবকেও স্বাভাবিকভাবে নেননি কঙ্গনা।

সালোনির টুইটারের পাল্টা লিখেছেন, ‘আপনি যদি এই জাতীয় জটিল বিষয়গুলো বুঝতে সক্ষম হতেন, তবে আপনি মানুষের দুর্বলতা বা সাফল্যগুলো নিয়ে উপহাস (কমেডি) না করে মূল্যবান কিছু করতে সক্ষম হতেন। আপনি কোনও কিছু ভালো জানেন না, বোকা।’

মন্তব্য করুন

Your email address will not be published.