চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত আটক

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইটি চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ ৫ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭। আটক ডাকাতরা হলেন- মো. মাঈনুদ্দিন (১৮), ইশতিয়াক ফরহাদ ফাহিম (১৮), মো. সোহেল (১৮), মো. সালাউদ্দিন (১৯) ও মো. রহিত (২০)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কর্ণফুলী এলাকায় কতিপয় ডাকাত অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৫ জন ডাকাতকে আটক করেন। তাদের দেহ তল্লাশি করে দু্ইটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ডাকাতি করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.