ফলাফলে হতাশ : চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষার ফলাফলে হতাশ হয়ে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। বর্তমানে তিনি চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন আছেন। প্রথম বর্ষের ফাইলান পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পেছনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে প্রক্টরিয়ালবডি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। তার হাতে জখমের চিহ্ন দেখা যায়। তাকে উদ্ধার করে চবি মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রক্টর বলেন, সে আজকে মার্কশীট তুলেছিলো। সিজিপিএ আশানুরূপ না হওয়ায় হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। তার জ্ঞান ফিরেছে। সে এখন সুস্থ।

মন্তব্য করুন

Your email address will not be published.