কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের জানাজা সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক কক্সবাজার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, সাংবাদিক তোফায়েল আহমদ। পূর্বে মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে শহরের বৈল্লাপাড়া কবর স্থানে তাকে দাফন হয়। জানাজায় কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ইসতিয়াক আহমেদ জয়, বিএমএসএফ,ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন ইমরান তাওহীদ রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও সাংবাদিকরা অংশ নেন। জানাজাপূর্ব সভা পরিচালনা করেন কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের। জানাজার নামাজে ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি। পরিবারের সদস্যদের মধ্যে মরহুমের বড় জামাতা উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মেঝ ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর রাত ৮.৪০ টায় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম ৩ পুত্র, ২ কন্যা সন্তানের জনক। তিনি পেকুয়া উপজেলার বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর মোহাম্মদ নুরুল ইসলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক স্বদেশবাণী পত্রিকার সম্পাদক ছিলেন। কক্সবাজার প্রেস ক্লাব প্রতিষ্ঠাতাদের অন্যতম।

মন্তব্য করুন

Your email address will not be published.