জঙ্গিবাদ ও মাদক নির্মূল পুলিশের চ্যালেঞ্জ;ওসি আনচারুল করিম

খাগড়াছড়ি প্রতিনিধি: বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও মাদক। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম বলেছেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও মাদক। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে। ৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলার লতিবান ইউনিয়ন পরিষদ হলরুমে আনসার-ভিডিপির সদস্যদের মৌলিক প্রশিক্ষণের ক্লাসে দূর্যোগ ব্যবস্থাপনা,জঙ্গিবাদ ও মাদক নির্মূলের বিষয়ে পাঠদানের সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন রোল মডেল। চৌকস ও পেশাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতার ফলেই জঙ্গি দমনে এ সাফল্য অর্জিত হয়েছে।তিনি বলেন, ঐতিহাসিকভাবে পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে। জনগণের মধ্যে পুলিশ ভীতি রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে পুলিশ কাজ করছে। জনগণ ও পুলিশ মিলে একসঙ্গে কাজ করার ফলে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং অপরাধ রোধ করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধেও কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.