সাংসদ ড. নদভীর বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও আল্লামা ফজলুল্লাহ সড়ক পরিদর্শন

 

নিজস্ব প্রতিবেদক

 

আজ ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সমুদ্র তীরবর্তী গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ‘এস এস পাওয়ার প্ল্যান্ট’ পরিদর্শন করেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার লিমিটেড এবং চীনের দুটি প্রতিষ্ঠান বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির জন্য ৬০০ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটির উৎপাদন শুরু হলে এতদঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণ শেষে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে। পরিদর্শনকালে প্রকল্পের দেশি-বিদেশি প্রকৌশলীগণ সাথে ছিলেন।

 

 

বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষ করে দুপুর বারটায় সাতকানিয়া দেওদীঘি থেকে বাঁশখালী কালীপুর পর্যন্ত ‘আল্লামা ফজলুল্লাহ সড়ক’ পরিদর্শন করেন সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এসময় সাথে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এলজিইডি) তোফাজ্জল আহমেদ, নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল হক ভূইয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, আওয়ামীলীগ নেতা কায়ছারুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.