মো. ইকবাল হোসেন
চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা আতঙ্কের পর এবার ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম নুরুল আবছার (৩৫) তার বাড়ি নগরের কদমতলী এলাকায়। জানা যায়, এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে রোববার রাতে উপজেলার হলুদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ও নুরুল আবছার একসঙ্গে খামারে কাজ করতেন। গত ১১ জানুয়ারি রাতে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নুরুল আবছার পালিয়ে যান।
থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পরের দিন ওই গৃহবধূ বাদী হয়ে নুরুল আবছারকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন আসামী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে পূর্বপরিচিত ওই যুবক গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে স্বীকার করেছেন। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।