প্রকল্পকে টেকসই ও মজবুত করতে এলাকাসীকেও এগিয়ে আসতে হবে-সমাবেশে এমপি নদভী

 

সৈয়দ আককাস উদদীন

 

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, সাঙ্গু নদীর করালগ্রাসে চরতির বিরাট জায়গা নদী গর্বে বিলীন। বসতভিটে হারিয়ে সহায়-সম্বলহীন এক বিরাট জনগোষ্ঠী। এদের পুনর্বাসনের পাশাপাশি নদীর ভাঙ্গনরোধে চলমান বাঁধ প্রকল্পকে টেকসই ও মজবুত করতে এলাকাসীকেও এগিয়ে আসতে হবে। গ্রামের দারিদ্র্যক্লিষ্ট জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের নির্ভরশীল করে গড়ে তুলতে বহুমুখী প্রকল্প গ্রহন করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় বিশ্ব জলবায়ু ফান্ডের অর্থায়নে সাঙ্গু নদীর চরতির অংশের ভাঙ্গন প্রতিরোধে চলমান প্রকল্পের কাজ শেষ হলে সাঙ্গু নদী চরতিবাসীর জন্য অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। তিনি বলেন, ষড়যন্ত্র ও পেশী শক্তি প্রদর্শন করে উন্নয়নকে বাধাগ্রস্ত করার কোন সুযোগ কাউকে দেওয়া হবেনা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তিনি ৮ অক্টোবর শুক্রবার সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি স্থাপন শেষে তুলাতলি স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নুরুচ্ছফা চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মানব বিষয়ক সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজান, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছ উদ্দিন জাকের, চরতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস শাহীন, অর্থ সম্পাদক আবুল হোসেন, চরতী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, চরতী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন, লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ফারুক, সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.