ঝিলংজাতে চশমা মার্কার প্রার্থী শফিকের জয় জয়কার

আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার সদর উপজেলার ৫ নং ঝিলংজা ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা শফিকুল ইসলামের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন বাসীর কাছে তিনি এখন আশা ভরসা এবং আস্থার প্রতীক। এমন অবস্থার কারণে জনগণের সমর্থনে তিনি ঝিলংজার জনগণের প্রার্থী হিসেবে চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। প্রতিদিন গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় স্বতঃস্ফূর্ত জনতার উপস্থিতি তাই প্রমাণ করে। দল-মত নির্বিশেষে সর্বশ্রেণী ও পেশার মানুষ শফিকুলের পক্ষে একাত্মতা প্রকাশ করছে। বৃহত্তর ঝিলংজাবাসী ঐক্যবদ্ধ হয়ে গেছে চশমা প্রতীকের পক্ষে। চেয়ারম্যান প্রার্থী শফিকুল চশমা প্রতীকে ভোট চেয়ে যেখানে যাচ্ছে সেখানে শুধু জয়ের আওয়াজ, স্বতঃস্ফূর্ততা। দাম্ভিক কোন গোষ্ঠীর কাছে নয়, সহজ সরল প্রার্থীর সাথে একাত্ম হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। ভোটের আগাম হাওয়া এটিই প্রমাণ করে। সকাল থেকে সন্ধ্যা, গ্রাম থেকে গ্রামান্তরে ভোট চেয়ে ছুটে চলেন গণমানুষের নেতা শফিকুল ইসলাম। নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকে ধারাবাহিকতায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও মোটর শোভাযাত্রায় নির্ঘুম দিন রাত কাটেন সে। তার একেকটি পথসভা-জনসভায় রূপ ধারণ করে চলছে। যা প্রমাণ করে শফিকুল সর্বশ্রেণী পেশার মানুষের জনপ্রিয় ব্যক্তি পরিণত হয়ে তাদের অন্তরের মনিকোঠায় স্থান করে নিয়েছে অবিসংবাদিত এই নেতা। বিশেষ করে খরুলিয়া বাজার, বাংলাবাজার, লিংকরোড বাজার ও লারপাড়া ম পথসভায় মানুষের নজর কাড়েন। তাতে যোগ দেয় আবাল বৃদ্ধ-বনিতা। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা শতশত মানুষগুলো শফিকুল ইসলামকে সমর্থন ও শুভেচ্ছা জানায়। মিছিল-স্লোগানের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে মুরব্বি মা-বোনেরাও। পথে পথে আমজনতা ফুলেল শুভেচ্ছা জানায় তাকে। এযেন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। এবং সর্বত্রে আওয়াজ উঠছে ‘সব জনতা একজোট চশমা মার্কায় দিবে ভোট। জানা গেছে, শফিকুল ইসলামের আকুতি মাখা আবেগঘন কথাগুলো ভোটারদের আকৃষ্ট করেছে। সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হন তিনি। জনতার এই ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের বাস্তব প্রমাণ হবে ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার। কাল দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভাগুলোতে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেছেন, আমি কোন দলের নই, সব মানুষের প্রার্থী। বিজয়ী হয়ে সবার জন্য কাজ করব। আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষের সন্তান। সাধারণ মানুষের হয়েই আজীবন বেঁচে থাকতে চাই। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ নভেম্বর আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.