রাতের আঁধারে বঙ্গবন্ধু ও বাবু মিয়ার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা

 

আনোয়ারা প্রতিনিধি:

 

চট্টগ্রামের আনোয়ারার শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের গেইটে রাতের আঁধারে বঙ্গবন্ধুর
ছবি সংবলিত ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর শোক ব্যানার ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতকারীরা। রবিবার (৮ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী অনুমান করছেন।

কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ এমরান হোসেনের উদ্যোগে টাঙানো ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছবি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদক ভূষিত দেশ বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র নবম মৃত্যু বার্ষিকীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছিল। এই ব্যানারটি বিগত কয়েক দিন যাবৎ টাঙানো থাকলেও রবিবার রাতের আঁধারে কে বা কারা ছিঁড়ে ফেলে। বঙ্গবন্ধু ছবিযুক্ত বাবু’র নবম মৃত্যু বার্ষিকীর ব্যানার ছিঁড়ে ফেলায় স্থানীয় নেতাদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করছেন।

ছাত্রলীগ নেতা মোহাম্মদ এমরান হোসেন ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লেখেন, জঘন্য মানসিকতার ব্যক্তিরা আমাদের সমাজে আছে ভাবতেই অবাক লাগে। কীভাবে এমন নোংরা কাজ করতে পারে, বঙ্গবন্ধুর ছবি সংবলিত আমাদের প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি মহোদয়কে যারা ভালোবাসে তারা এমন ঘৃণ্য কাজ করতেই পারে না। মৃত্যুবার্ষিকীর ব্যানার কর্তনকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকীর ব্যানার ছিঁড়ে ফেলার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের কাছে দুষ্কৃতকারীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, ব্যানার ছিঁড়ে ফেলার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.