সাতকানিয়ায় আগুনে পুড়েছে ৬ দোকান

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি জ্বালানি তেলের দোকানে আগুন লেগে পুড়ে গেছে ৬টি দোকান।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও স্থানীয় ও ক্ষতিগ্রস্তদের দাবি প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবুল কাশেম ও মো. বাবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জসিমের তেলের দোকান থেকে আগুন লেগে আশপাশের আরও ৪-৫টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দুঘণ্টা যান-চলাচল বন্ধ থাকে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, মৌলভীর দোকান এলাকায় একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আপাতত ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর জানানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.