পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপিতে চমক দেখাতে চান খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা আবুল কাশেম

 
চট্টগ্রাম ব্যুরো: পটিয়ার উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চমক দেখাতে চান চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। আবুল কাশেম আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। বিগত কয়েকটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বারবার পরাজিত হওয়ার পর তৃণমূল নেতা কর্মীদের দাবি একজন জনপ্রিয় এবং পরিচ্ছন্ন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য পটিয়া উপজেলা ও দক্ষিণ জেলা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের নিকট দাবি জানিয়েছে। ব্যবসায়ী নেতা আবুল কাশেম বর্তমান হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি এবং চরকনাই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পারণ করেছেন। তিনি বিভিন্ন সময় ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতি, বৃহত্তর চাক্তাই শিল্প ও বণিক সমিতি,চট্টগ্রাম চেম্বার অব কর্মাসসহ এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজিক সাংস্কৃতিক ক্রীড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ব্যবসায়ী নেতা আবুল কাশেম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় ফরম সংগ্রহ করে নৌকা প্রতীকের আবেদন করেছেন। আবুল কাশেম জানান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে বিজয় নিশ্চিত তিনি বিগত নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ঠিক না হওয়াতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত হতে হয়েছে বলে দাবি করেন, নির্বাচিত হলে পটিয়ার এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় এলাকাকে একটি মডেল আধুনিক ইউনিয়ন হিসেবে পরিনত করার ঘোষণা দেন। উল্লেখ্য হাবিলাসদ্বীপ ইউনিয়নের যে সব প্রার্থী রয়েছে তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গত নির্বাচনে পরাজিত প্রার্থী উপজলো আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফৌজুল কবির কুমার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেব সদস্য ইউনুচ খান জসিম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বয়ায়ক বিপ্লব দাশ গুপ্ত, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা দেশরতœ পরিষদের সভাপতি দিদারুল আলম জসিম, আবু ইউসুফসহ কয়েকজনের নাম পাওয়া গেছে। আগামী ২৩ ডিসেম্বর পটিয়া নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.