সাতকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জিকু এন্টারপ্রাইজের বিরুদ্ধে

 

 

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জিকু এন্টারপ্রাইজের বিরুদ্ধে

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গার বাসিন্দা কাপ্তাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মৃত আলহাজ্ব আবুদুল শুক্কুরের ছেলে মো. আমান হাকিম।

 

গত ১৬ই ফেব্রুয়ারী জিকু এন্টার প্রাইজের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া অভিযোগ  সূত্রে জানা যায়, জিকু এন্টারপ্রাইজ পূর্ব গাটিয়াডেঙ্গার ১নং মৌজার ইজারাপ্রাপ্ত হলেও ডলু বালু মহাল ৪ এর সীমানা অতিক্রম করে বিগত ১০ মাস যাবত ২নং মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

 

সরেজমিনে গিয়ে জিকু এন্টার প্রাইজ বালু উত্তোলন কাজ অব্যাহত রেখেছেন তার দেখাও মেলে।

 

স্থানীয়রা জানান,জিকু এন্টারপ্রাইজ এক জায়গায় ইজারা নিলেও পুরো ডলু তাদের নিয়ন্ত্রনে কারণ তারা প্রভাবশালী।

মন্তব্য করুন

Your email address will not be published.