মিতু হত্যাকাণ্ড : ভোলার জামিন নামঞ্জুর

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় এহতেশামুল হক ভোলার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করা হয়।

বর্তমানে এহতেশামুল হক ভোলা কারাগারে রয়েছে। মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আদালতে আসামি এহতেশামুল হক ভোলার জামিনের আবেদন করা হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গেলে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিজেই। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.