কক্সবাজারে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ১.৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইত্তেফাক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি বিশেষ টহল দল টেকনাফ উপজেলার হ্নীলা সংলগ্ন প্রধান সড়কের পাশে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে। বিজিবি টহল দল কয়েকজন সন্দেহভাজন বেসামরিক ব্যক্তিকে উক্ত স্থানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবি টহল দল ধাওয়া করলেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ১.৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.