নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন মোজাফফর নগর বাইলেন এলাকায় অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন, শফিউল আলম(৩৪) ও মো. ইয়াছিন রানা (৫০)।
র্যাব জানায়, খুলশী থানার মোজাফফর নগর বাইলেন এলাকায় রাস্তায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে প্যান্টের পকেট হতে নতুন ধরনের মাদক ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লক্ষ টাকা মূল্যের নতুন ধরনের মাদক ক্রিস্টাল মেথসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।’