খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনার মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে জেলা আওয়ামীলীগ। রবিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সাংসদ বাসন্তী চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) পার্থ ত্রিপুরা জুয়েল প্রমূখ।
এ সময় জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।