চন্দনাইশে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১১ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ আগষ্ট)  উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

অভিযানে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইটের পাঁচ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, খাঁনহাটে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রীর দোকানে ১ হাজার টাকা, কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলের দুইটি মুদি দোকানকে ২ হাজার টাকা, রৌশনহাটের একটি হোটেলকে ১ হাজার টাকা এবং সরকারি নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা করায় কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল এলাকায় আল শাকরা টাওয়ারকে ৫ হাজার জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মানাতে অভিযানের পাশাপাশি সচেতনতা চালানো হচ্ছে। শুক্রবার অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.