সাতকানিয়া প্রতিনিধি
এওচিয়া মুন্সী উজির আলী চৌধুরী সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত টূর্নামেন্ট অনুষ্টিত হয়েছে।
আজ ২রা এপ্রিল (শুক্রবার) বিকালে এওচিয়া মুন্সী উজির আলী পাড়ায় এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনেক জমকালো ভাবে আয়োজিত এই টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন এওচিয়ার মাদক বিরোধী নেতা সেলিম,শাহআলম মেম্বার মাইনুদদীন ও আসন্ন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আ ন ম সেলিম চৌধুরী বলেন,আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানায় এই কারনে যুব সমাজ যেখানে মাদকের সংস্পর্ষে ধ্বংসের দ্বার প্রান্তে ঠিক এমন সময় আয়োজক কমিটি, এমন খেলা দিয়ে মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার কাজে নিয়োজিত আছেন বলে মনে করি।
এরকম টূর্নামেন্ট সব পাড়ায় পাড়ায় হলে যুবসমাজ আর বিপথগামী হবেনা।