সাতকানিয়ায় মাদক ব্যবসায়ীসহ ১২ আসামি গ্রেপ্তার

সাতকানিয়ায় এক মাদক ব্যবসায়ীসহ ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের দিক নির্দেশনায় ও ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাতের সাতকানিয়া থানায় কর্মরত এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন সিয়েরা-১৫ ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতলের জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী মো. লিটন শরীফকে (৩০) ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লিটন গোপালগঞ্জের মোকসুদপুর থানার গোহালা শরীফ বাড়ি ৪নং ওয়ার্ড এলাকার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এছাড়া ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ)/ ছৈয়দ ওমর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মো. জামশেদুল করিম চৌধুরীকে (২৮) গেহ্রপ্তার করে। জামসেদুল কাঞ্চনা ইউনিয়নের চৌধুরী পাড়ার ফয়েজ আহমদের ছেলে।

এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানা ভুক্ত আসামি রুবেল দাশকে (৩৫) গ্রেপ্তার করে। রুবেল দাশ পুরানগড় ফকিরখীল এলাকার কনকন দাশের ছেলে।

এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামি দেলোয়ার হোসেন, আলী হোসেন ও আসামি মো. জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেন।

এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মোশেদুল আলমকে গ্রেপ্তার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, রবিবার রাতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে বিভিন্ন মামলার ১২ পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তাদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.