মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর শ্রদ্ধা
সৈয়দ আককাস উদদীন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক আয়োজিত আলোচনা সভা মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমদ ভূঞা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয়গন এবং জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মরত সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ।
অনুষ্টানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষাধিক শহীদের প্রাণ ও ২ লক্ষাধিক মা- বোনের সম্ভ্রম আত্মত্যাগ, যুদ্ধাপরাধীদপর বিচারে বিচার বিভাগের অবদান এবং স্বাধীনতা রক্ষায় স্বাধীন বিচার বিভাগের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি