সাতকানিয়ায় অগ্রিম টাকা নিয়ে উধাও দোকান কর্মচারী, ফেরত চাওয়ায় মালিককে ছুরিকাঘাত

 

সাতকানিয়ায় কাজের কথা বলে অগ্রিম টাকা ফেরত চাইলে কর্মচারীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন মাহমুদুল হক নামে এক ফার্নিচার ব্যবসায়ী। গত ২৫ মার্চ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতের শিকার ফার্নিচার ব্যবসায়ী থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

অভিযুক্তরা হলেন— হাবিবুর রহমান শান্ত (১৯) ও আবদুর রহমান (৪৩)।

জানা গেছে, অভিযুক্ত আবদুর রহমান দৈনিক ৬শ টাকা দরে ২ বছর ধরে কাজ করছিলো মাহমুদুল হকের দোকানে। কাজ করার আগে অগ্রিম বাবদ ১০ হাজার টাকা এবং বিভিন্ন সময় তার পারিবারিক সমস্যার জন্য আরও ২৫ হাজার টাকা নেয়। যা দোকানে কাজ করে পরিশোধ করার কথা ছিলো। কিন্তু গত ১ মাস ধরে আব্দুর রহমান দোকানের কাজে আসছেনা। তাকে কাজে আসার জন্য বার বার অনুরোধ করার স্বত্বেও সে দোকানে আসে নি। গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ওই দোকান কর্মচারীকে দোকানের দক্ষিণ পার্শ্বে মোস্তাক সওদাগরের চায়ের দোকানে দেখলে তাকে দোকানে ডেকে নিয়ে আসেন দোকান মালিক মাহমুদুল হক। দোকানে আসার পর তিনি আবার কাজ শুরুর জন্য বলেন। এসময় কাজ করতে অস্বীকৃতি জানালে অগ্রিম টাকা ফেরত চান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে গালিগালাজ করে চলে যায় ওই কর্মচারী। একইদিন রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে দুজন মিলে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে নগদ ৪০ হাজার টাকার বেশি ছিনিয়ে নিয়ে যায়। এসময় প্রতিবেশিরা তার চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সাতকানিয়া থানার এসআই শামসুদ্দৌহা।

 

মন্তব্য করুন

Your email address will not be published.