নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর পক্ষ হতে লোহাগাড়ার প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৬ এপ্রিল ২০২১ (জুমাবার) নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর পাঠানো উপহার লোহাগাড়ার প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের মাঝে বিতরণকালে উপস্থিত ছিলেন স্বাশিপ দক্ষিণ জেলার আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, লোহাগাড়া প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মাস্টার মোহাম্মদ নুরুল আমিন, মাস্টার আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইসহাক, নূরে তজল্লী, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আবুল কাসেম, মেহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর উপহার পেয়ে লোহাগাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।