বাঁশখালীতে এবার পুলিশের গুলিতে নিহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ও আহত হয়েছেন আরও ২৫ জন।

শনিবার (১৭ এপ্রিল) পৌনে ১২টায় কর্তৃপক্ষের সঙ্গে বেতন-ভাতা সংক্রান্ত বিক্ষোভ থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে সাত গুলিবিদ্ধ শ্রমিককে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২৪)।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ সময় অন্তত ২৫ জন আহত হয়।’

এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘গুলিবিদ্ধ ৭ শ্রমিককে চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’

মন্তব্য করুন

Your email address will not be published.