আবু তাহের এলএমজি’র ভাতা বন্ধ, আগের টাকাও ফেরতের নির্দেশ

চট্টগ্রাম সংবাদ প্রতিবেদক: সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আবু তাহের এলএমজি’র ভাতা বন্ধ এবং আগে নেওয়া ভাতার সব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি এ সংক্রান্ত একটি পত্র চট্টগ্রাম জেলা প্রশাসক বরবার পাঠায় মন্ত্রণালয়ের বাজেট শাখা। পরে সোমবার (১০ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসন মন্ত্রণালয়ের ওই পত্র সংযুক্ত করে এ সংক্রান্ত একটি পত্র পাঠায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার তথা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে পত্রে।

চট্টগ্রাম জেলা প্রশাসক বরবার পাঠানো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখার পত্রে বলা হয়, মোহাম্মদ আবু তাহের। বেসামরিক গেজেট- ২৯৭৭। তার প্রতারণা ও জাল-জালিয়াতির বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, তার MIS বাতিল করণসহ এ পর্যন্ত কত টাকা রাষ্ট্রীয় সম্মানীভাতা গ্রহণ করেছেন তা আদায়করত: সংশ্লিষ্ট কোডে জমা প্রদান করে চালানের এক কপি এ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

Your email address will not be published.