নিউজ ডেস্ক
ফটিকছড়ির নাজিরহাট এলাকা কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতকারী সাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরহাট বাজারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত বাবুল হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মো. ইলিয়াছের ছেলে। এদিকে ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট চুন্নার বাড়ির তৈয়ব ড্রাইভারের পুত্র সাকিবের সাথে বাবুলের মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব ছুরিকাঘাত করে বাবুলকে। এতে মাটিতে পড়ে যায় বাবুল। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাববাদের মাধ্যমে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে।’