সাতকানিয়া প্রতিনিধি:
পূর্ব বিরোধের জের ধরে সাতকানিয়ায় একটি সরকারি ব্যাংকে কর্মরত এক কর্মকর্তাকে প্রকাশ্যে মাথায় কুঁপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে একই এলাকার ৪ যুবকের বিরুদ্ধে।
শনিবার (১১ই নভেম্বর) পৌরসভার কাঁলাচাদ পাড়ায় গেলে এই তথ্য পাওয়া যায়।
এলাকাবাসীর সূত্রে জানা যায় – সাতকানিয়া পৌরসভায় দক্ষিণ রামপুর কালা চাঁদ পাড়া ১নং ওয়ার্ড এলাকায় গতকাল (শুক্রবার)রাত ১১টায় সোনালী ব্যাংকের কর্মরত শামশু নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরতর আহত হয়।
আহত ব্যাংকার সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কামার ভাংগা এলাকার কালাঁচাদ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে শামসুল ইসলাম (৩১)
ঘটনায় আহত ব্যাংকার শামসুল ইসলামের মা আয়শা বেগম বাদী হয়ে একই এলাকার জাগির হোসেনের ছেলে মো:আজাদ(২৬)কে ১নং আসামী করে মোট ৪জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আয়েশা বেগম অভিযোগ করেন তার ছেলে শামশুল ইসলাম সোনালি ব্যাংক পিএলসি থানচি থানায় কর্মরত। তার সাথে বিরোধের জেরে অভিযুক্ত মো:আজাদ হোসেন(২৬),জাগির হোসেন(৬০),লিটন হোসেন(২২),আছমা খাতুন (৪৮)রা তাকে গুরুতর আঘাত করার অভিযোগ ওঠে।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিশৃঙ্খলা ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক তারা মূলত লোহার রড় আর দা নিয়ে তাকে গুরুতর আঘাত করে।
এদিকে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন,বিষয়টা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে আগামীকাল এলাকায় পুলিশ যাবে বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আহত ব্যাংকার শামশু বলেন তার প্যান্টের পকেটে ক্যাশ টাকা ছিলো সেটার খবর পেয়েছে মূলত হামলাকারীরা সেগুলো ছিনতাই করার উদ্দেশ্যে এই হামলা করা হয়,পরে তার ব্যবহৃত ঘড়িসহ ক্যাশটাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন।
তিনি আরো জানান,তার থেকে চেকের বিনিময়ে কিছু টাকা পেত সেগুলি সাতকানিয়া আদালতের সাধারণ সম্পাদক আইনজীবী মেজবাহ উদ্দিন আহমেদ চৌধুরী কচির এর মধ্যস্ততায় মামলার মাধ্যমে আপোষ শুদ্ধ হয়ে যায়, এখন তাদের মাঝে আর কোন ঝামেলা নেই।