মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

ঘণ্টাখানেক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকরা ঘণ্টাখানেক অবস্থান করতে পারেন। পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়কের আশেপাশে অবস্থান নেন। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টসকর্মী বাংলানিউজকে বলেন, আমরা যে টাকা বেতন পাই, তাতে তো সংসার চলে না। জীবনের তাগিদে রাস্তায় নেমেছি।

পুলিশের এক কর্মকর্তা জানান, পোশাকশ্রমিকেরা সকালে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান।

শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গত সপ্তাহে সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন করে যাচ্ছেন শ্রমিকেরা।

মন্তব্য করুন

Your email address will not be published.