অসহায়দের মাঝে সেহেরীর খাবার বিতরণ করলেন সিটি মেয়র
প্রেস বিজ্ঞপ্তি : নগরীর ভাসমান অসহায়, রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহেরীর খাবার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
২৫ এপ্রিল, রবিবার গভীর রাতে তিনি রান্না করা সেহেরীর খাবারের প্যাকেট নিয়ে নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের রাস্তায় নেমে পড়েন এবং ভাসমান অসহায়, রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহেরীর খাবার নিজ হাতে বিতরণ করেন।
খাবার বিতরণকালে মেয়রের সাথে সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব এম আশরাফুল আলম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. সামশুল আলমসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
পবিত্র রমজান মাসের ফজিলতের বরকতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সবকিছু এ প্রত্যাশা ব্যক্ত করে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ এর কঠিন এক পরিস্থিতির মুখোমুখি আজ গোটা দুনিয়া। বাংলাদেশেও এর ক্রমবর্ধমান সংক্রমণ এর ফলে জনস্বাস্থ্য সংরক্ষণ ও জানমালের নিরাপত্তা বিবেচনায় সারাদেশে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার। অন্যান্য কিছুর মত হোটেল রেস্তোরাঁগুলোও বন্ধ থাকায় চাল চুলোহীন ভাসমান মানুষ, রিক্সাচালক ও ভ্যানচালকগণ চরম অসহায় হয়ে পড়ছে। তারা যাতে পেটভরে সেহেরী খেয়ে রোজা রাখতে পারে সে বিবেচনায় তিনি অসহায় ভাসমান মানুষ, রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহেরীর খাবার বিতরণ করেন।
সেই সাথে তিনি নগরীর বিত্তবানদের অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।