বাঁশখালীতে প্রকাশ্যে ছিনতাই, মুহুর্তের মধ্যে উধাও ৫২ লক্ষ টাকা

বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে শেখেরখীল রাস্তার মাথা ব্রীক ফ্রিল্ড সংলগ্ন এলাকায় টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাই কালে দুই ব্যবসায়ী আব্দুল খালেক (৫৮) ও মো: ছগীর সিকদার (৪৫) আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ও আহত আব্দুল খালেকের পুত্র মো: শহিদুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছে। রবিবার (২৫ এপ্রিল) বিকালে ছিনতাইয়ের ঘটনার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাঁশখালী থানায় দায়েরকৃত এজাহারও টাকা ছিনতাইয়ের শিকার পরিবার সুত্রে জানা যায়, রবিবার বিকালে চাম্বল বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে শেখেরখীল ফাড়িঁর মুখ এলাকার বরফ কল মালিক সমিতির সভাপতি ও বোট মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাঃ আব্দুল খালেক ও মো: ছগীর সিকদার এর উপর দুবৃর্ত্তরা পথ গতিরোধ করে তাদের কাছে থাকা ৪৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় তাদের হাতুড়ি দিয়ে মেরে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন আহতদের বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক চাম্বল বাজার শাখার ম্যানেজার মো: ইসমাঈল হোসেন বলেন,আমাদের ব্যাংক থেকে এসব ব্যবসায়ীরা ৩টি চেক মুলে গ্রাহকের ৫২ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পথের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানিনা।

মামলার বাদী মো: শহিদুল ইসলাম বলেন,পুর্ব পরিকল্পিত ভাবে পথ রোধ করে হাতুড়ি দিয়ে আমার পিতাসহ ২ জনকে আঘাত করে ৪৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ছাবের আহমদ বলেন, আমরা ২০ জনের একটি সিন্ডিকেট শেখেরখীল ফাঁড়ির মুখে নতুন করে একটি বরফ মিল করতেছি,উক্ত বরফ মিল টি বাদী আব্দুল খালেকের বাড়ী পার্শ্বে হওয়ায় তিনি প্রতিনিয়ত আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে। এক পর্যায়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে আনোয়ার ইসলাম কে মারধর করে। পুরবর্তীতে তার প্রতিবাদ করতে গেলে শেখেরখীল ব্রীক ফ্রিল্ড সংলগ্ন এলাকায় হাতাহাতির ঘটনা ঘটে, টাকা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি ।

মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার এস আই নাজমুল হক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে তিনি জানান ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.