বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে অর্ধপাকা ৪টি টিনের চালার বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (০৮ফেব্রুয়ারী) দুপুর ১.৩০ মিনিটের দিকে বাহারচড়া ইউপির রত্নপুর ৩ নং ওয়ার্ডের পেলা গাজীর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী ফায়ার সার্ভিস পৌঁছালেও ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। দীর্ঘ ৪৫ মিনিটের মতো সময়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০-৫০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, দুপুর ১.৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মৃত আনু মিয়ার পুত্র মোঃ কামাল উদ্দিন, মোঃ জাফর, মোঃ দিদার, মোঃ শহিদ উল্লাহ ৪টি বসতঘর পুড়ে যায়। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। আমরা যাওয়ার পূর্বেই স্থানীয়রা
আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.