গ্রামীণ ব্যাংক বন্দুকভাঙ্গা শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি

‘গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’, এই স্লোগানকে ধারণ করে সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক দেশব্যাপী তিন কোটি চারাগাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ করেছেন।

তারই ধারাবাহিকতায় রাঙামাটির রিজার্ভ বাজারস্থ বন্দুকভাঙ্গা শাখায় বৃহস্পতিবার (৪ জুলাই) সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল নিজে উপস্থিত থেকে এসব চারা গাছ বিতরণ করেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের গাছ লাগানোর আহ্বান জানান এবং রাঙামাটি জোনের চল্লিশটি শাখায় প্রায় তিন লক্ষ ষাট হাজার গাছ লাগানোর কথাও জানান।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার শফিউল্লাহ গাজী, শাখা ব্যবস্থাপক শংকর প্রসাদ নাথ, জোন সুপারভাইজার বিপ্লব চক্রবর্তী, শাখার কর্মকর্তা ইখতিয়ার হোসেন, কনিকা চাকমা, ববিতা চাকমা, হারুনুর রশীদ, জুলহাস মিয়া, সিদ্ধার্থ তংচঙ্গ্যা আবুল কালাম, এল্টু চাকমা প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.