দোহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ বসতঘর

 

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বেগম বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৬ জনের বসতঘর। এতে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

গতকাল ৪ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন এলাকার মৃত বাদশা মিয়ার ২ পুত্র সিএনজি চালক মো. রাসেল, মো. জাহেদ, মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মনসুর, মো. কাউসার ও মো. আবছার এবং নুরুল আলমের ছেলে শফিউল আলমের বাড়ি গ্রাস করে নেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনায় পাশাপাশি আরো কয়েকটি বাড়ি আগুন থেকে রক্ষা পায়। দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. রাসেলের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে সাদিয়া ইসলাম রাইসার সমস্ত বইখাতা পুড়ে গেছে। ফলে সে কিভাবে আবার বইখাতা কিনে বাকী ছয় মাস পড়ালেখা চালিয়ে যাবে এমন চিন্তা ভর করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাইসা যাতে নতুন বই পায় এবং শিক্ষা উপকরণ কিনে যাতে পরীক্ষা চালিয়ে যেতে পারে, সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্তা নেওয়ার হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.