পটিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন।  নিহত ব্যক্তি উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা গ্রামের কালা মিয়ার পুত্র আবুল কালাম (৫৫)। এতে আহত হয়েছেন মো: আবদুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। রবিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজারমুখী কিং ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৮৮৩৪) উপজেলার কমলমুন্সির হাট এলাকায় পৌছলে পটিয়া সদরমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ গাড়ি দুইটি উদ্ধার করেছে৷

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ গাড়ি দুইটি তাদের হেফাজতে নিয়েছে। # ২৪.১১.২৪

 

মন্তব্য করুন

Your email address will not be published.