পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় একদিনে দুইটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ও রাতে পৃথক দুটি স্থানে এই লাশ উদ্ধার করা হয়।
প্রথম লাশটি উদ্ধার করা হয় পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম আজিমপুর গ্রামের ব্রাহ্মণপাড়া এলাকার একটি খালি জমি থেকে। সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া থানার এসআই কামরুজ্জামান জানান, অজ্ঞাত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি টিম তদন্ত শুরু করেছে।
দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয় পটিয়া উপজেলার ৯ নং জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজিরপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে। আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাতে মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। আমরা উদ্ধার করেছি। এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি।
তবে পুলিশের ধারণা, দুটি ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থাকতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।