ভারত থেকে আসা ১০ জন চমেক হাসপাতালে!
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে সবাই করোনা আক্রান্ত কিনা, তা জানা যায়নি।
জানা যায়, দেশের বিভিন্ন জেলার কিছুসংখ্যক লোক ভারত থেকে গত ৪ মে সময় যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসলে তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ মে তাদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১০ জনকে ৭ মে শুক্রবার, ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং ৩ জন অসুস্থ থাকায় ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন।
১৬ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- চন্দনাইশের জাকারিয়া (৩৪), ফটিকছড়ির রহিমা বেগম (৪৬) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার পারভিন আক্তার (৪১)।
২৯ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- পটিয়ার রেজাউল করিম রাজু (২৪), চন্দনাইশের হাসমত আরা বেগম (৫২) ও আয়শা সুলতানা (২৪), ফটিকছড়ির ইকবাল হোসেন (২৪) ও রমজান আলী (২১), কর্ণফুলীর আনিছুর রহমান (৫১) ও ফাহমিদা ইয়াসমিন (১৯)।