পটিয়ায় ওসি প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও,সড়ক অবরোধ 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নুর কে প্রত্যাহারের দাবিতে

সকাল থেকে থানার মূল ফটকের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মডেল মসজিদের সামনে অবরোধ করে ছাত্র জনতা। এতে যানযট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। এসময় তারা ওসির অপসারণের দাবিতে তার বিরুদ্ধে নানা নেতিবাচক স্লোগান দিতে থাকে।

জানা যায়,গতকাল রাত ৯ টায় পটিয়ার ছেলে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপংকর তালুকদারকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে পটিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০-২৫ জনের একটি দল আটক করে থানায় সোপর্দ করে। তার নামে কোন মামলা না থাকায় গ্রেপ্তারে অনীহা জানানোর এক পর্যায়ে থানার সামনে স্লোগান দিতে থাকলে সেখানে ধাক্কা ধাক্কির এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটিয়ার সমন্বয়ক তালহা রহমান জানান, ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে আটকের পর পুলিশে সোপর্দ করা হলে

পটিয়া থানার ওসি গ্রেফতার করতে অস্বীকৃতি জানায় এবং ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। দুই দফা লাঠিচার্জ করে একাধিক শিক্ষার্থীকে গুরুতর আহত করে ।

জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের মিডিয়া সেলের মুখপাত্র আরফাত আহমেদ রনি রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আজকের থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পটিয়া থানার ওসি জায়েদ নুরের নেতৃত্বে বেধরক মারধর করা হয়। এর  প্রতিবাদে পটিয়া থানার সামনে অবস্থানের ঘোষনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের সংঘটক জোবাইর আরিফ, সাইদুর রহমান, সাজ্জাদ হোসেন সহ অনেকেই উপস্থিত আছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.