ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামাবাদে মানববন্ধন

ঈদগাঁও প্রতিনিধি 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এক  মানববন্ধন করেন ইসলামাবাদ শাহ-ফকির বাজার এলাকার সর্বস্তরের মুসলিম জনতা।

শুক্রবার (২১ মে) বাদে জুমা কক্সবাজার সদরের ইসলামাবাদ শাহ-ফকির বাজার চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহ-ফকির বাজার পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান বাবলু, শাহ-ফকির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাহ-ফকির বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, নাইমুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান আজাদ, পশ্চিম গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে খতীব শফিকুর রহমান, মমতাজুল উলুম মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আব্দু শুক্কুর, পশ্চিম গজালিয়া বাইতুল ইজ্জত জামে মসজিদের খতীব রফিকুল ইসলাম, ইন্জিনিয়ার হাফেজ নাছির উদ্দীন, পশ্চিম গজালিয়ার সমাজ সেবক আবুল কাসেম।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে এতে করে শিশু, নারীসহ অগনিত মানুষ মৃত্যুবরণ করছে। তাই জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং বিশ্বের শক্তিধর দেশসহ সব দেশকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.